নেটওয়ার্ক মার্কেটিংয়ের নাম করে কোটি টাকার প্রতারণায় গ্রেফতার ২

< 1 - মিনিট |

নেটওয়ার্ক মার্কেটিং ও সাইবার ক্রাইম নিয়ে বারাবার প্রশাসনিক তরফ থেকে সাবধান করা সত্ত্বেও সাধারণ মানুষ লোভ সংবরণ করতে পারছেন না। এবার সাইবার ক্রাইমের শিকার হলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় দশ হাজারের বেশি যুবক।অনলাইনে নেটওয়ার্ক বিজনেসের মাধ্যমে টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে পশ্চিম মোদিনীপুর জেলার প্রচুর যুবককে যুক্ত করে জিনেট মার্কেটিং নামক একটি সংস্থা। পরবর্তীকালে টাকা প্রতারণার […]

কে আর সি টাইমস ডেস্ক

নেটওয়ার্ক মার্কেটিং ও সাইবার ক্রাইম নিয়ে বারাবার প্রশাসনিক তরফ থেকে সাবধান করা সত্ত্বেও সাধারণ মানুষ লোভ সংবরণ করতে পারছেন না। এবার সাইবার ক্রাইমের শিকার হলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় দশ হাজারের বেশি যুবক।অনলাইনে নেটওয়ার্ক বিজনেসের মাধ্যমে টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে পশ্চিম মোদিনীপুর জেলার প্রচুর যুবককে যুক্ত করে জিনেট মার্কেটিং নামক একটি সংস্থা। পরবর্তীকালে টাকা প্রতারণার শিকার হন এই যুবকেরা। প্রতারিত যুবকদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার খড়্গপুর টাউন থানার পুলিশ এই চক্রের চাঁই কার্তিক শীট সহ দু’জনকে গ্রেফতার করে।

অভিযোগকারীরা বলেন, জিনেট অ্যাড ওয়ার্ল্ড নামে এই এজেন্সিতে যুক্ত হতে প্রতি ব্যক্তির কাছে ১২ হাজার টাকা নেওয়া হত। অন্যান্য নেটওয়ার্ক বিজনেসের মতো এখানেও সদস্য সংখ্যা বাড়ানোর ওপর আয়ের পরিমাণও বেড়ে ওঠার প্রলোভন দখানো হত। এভাবে প্রলোভন দেখিয়ে এই জেলাতেই প্রায় দশ হাজার গ্রাহকদের কাছে টাকা তুলেছে এই অনলাইন মার্কেটিং সংস্থা। যার মধ্যে চার হাজার রয়েছে খড়্গপুর শহরেই৷

বিগত ৪ মাস ধরে কোন টাকা না পাওয়ায় ক্ষুব্ধ এই প্রতারিতরা কার্তিক শীটকে ধরে খড়্গপুর টাউন থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে ৷ জেলার বাইরেও এই চক্র বিশাল ভাবে প্রতারণা করেছে বলে পুলিশ জানতে পেরেছে ৷ প্রায় দেড় বছর ধরে এই চক্র কাজ করছে বলেও জানা গিয়েছে৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news