রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৫.৬, ৩.৮ এবং ৪.৯| ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ| পরপর তিনবার অরুণাচল প্রদেশ ছাড়াও ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্য অসমেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৫.৬, ৩.৮ এবং ৪.৯| ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট মারফত জানিয়েছে, শুক্রবার বিকেল ২.৫২ মিনিট নাগাদ প্রথমে ৫.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশের পূর্ব কামেঙ জেলায়| এরপর বিকেল ৩.০৪ মিনিট নাগাদ ৩.৮ তীব্রতার ভূকম্পনে কেঁপে ওঠে কামেঙ জেলা এবং বিকেল ৩.২১ মিনিট নাগাদ ৪.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশের কুরুং কুমেই জেলায়| অরুণাচল প্রদেশ ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে অসমেও|