এরমধ্যেই এনআরএসে জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক শেষে তাঁরা জানিয়ে দেন, নবান্নে গিয়ে তাঁদের কোনও প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন না। এর পরেই জানা যায়, মুখ্যমন্ত্রী সোজা নবান্নেই যাবেন। তার আগেই নবান্নে ডেকে পাঠানো হয় স্বাস্থ্যসচিব রাজীব সিংহকে
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেখতে যাওয়ার কথা ছিল আক্রান্ত চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায়কে| সেই মত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল চত্বরে| কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিতেই পরিবহকেও দেখতে যাওয়ার সিদ্ধান্ত বদল করেন মুখ্যমন্ত্রী|
লালবাজার সূত্রের , এ দিন দুপুরে হঠাৎই বার্তা আসে মুখ্যমন্ত্রী পরিবহকে দেখতে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে যেতে পারেন। পৌনে দুটো নাগাদ মুখ্যমন্ত্রীর বেরনোর কথা ছিল কালীঘাটের বাড়ি থেকে। এরমধ্যেই এনআরএসে জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক শেষে তাঁরা জানিয়ে দেন, নবান্নে গিয়ে তাঁদের কোনও প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন না। এর পরেই জানা যায়, মুখ্যমন্ত্রী সোজা নবান্নেই যাবেন। তার আগেই নবান্নে ডেকে পাঠানো হয় স্বাস্থ্যসচিব রাজীব সিংহকে।
এইদিন বিকেলে পরিবহকে দেখতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্যসচিব রাজীব সিংহ।