পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ, মহারাষ্ট্রে রহস্যজনক মৃত্যু বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের

< 1 - মিনিট |

সোমবার চিমুর ফরেন্স রেঞ্জ-এর মেটেপুর গ্রামে একটি ড্রেনের কাছে ঝোপের মধ্যে বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের দেহ উদ্ধার হয়

admin

পশুপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ| মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার চিমুর ফরেস্ট এলাকায় রহস্যজনক মৃত্যু হল প্রাপ্তবয়স্ক বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের| সোমবার সকালে চিমুর ফরেন্স রেঞ্জ-এর মেটেপুর গ্রামে একটি ড্রেনের কাছে বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের দেহ উদ্ধার হয়| কী কারণে মৃত্যু হল একটি বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

চিমুর ফরেস্ট রেঞ্জ-এর বনপাল এস ভি রামারাও জানিয়েছেন, সোমবার চিমুর ফরেন্স রেঞ্জ-এর মেটেপুর গ্রামে একটি ড্রেনের কাছে ঝোপের মধ্যে বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের দেহ উদ্ধার হয়| বাঘিনী ও দু’টি ব্রাঘ্য শাবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে প্রায় ৬৮০ কিলোমিটার দূরে চন্দ্রপুর জেলার তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ বন্যাপ্রাণীদের সংরক্ষণস্থল|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news