নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ। অগ্নিসংযোগ পথ অবরোধ ট্রেনে পাথর ছোড়া। এ ব্যাপারে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখর। সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে পরোক্ষে তুললেন অশান্তিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ।
নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ। অগ্নিসংযোগ পথ অবরোধ ট্রেনে পাথর ছোড়া। এ ব্যাপারে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখর। সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে পরোক্ষে তুললেন অশান্তিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। শনিবার টুইটে রাজ্যপাল লিখেছেন, “রাজ্যজুড়ে ঘটে চলা ঘটনাপ্রবাহে আমি মর্মাহত। মুখ্যমন্ত্রীর নেওয়ার শপথ অনুযায়ী তার ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত রাজ্যপাল হিসেবে ভারতীয় সংবিধানের আইন শৃঙ্খলা রক্ষা আমি পূর্ণ দায়িত্ব সহকারে পালন করব।”
শুক্রবার দীঘা থেকে মুখ্যমন্ত্রী অশান্তি না ছড়ানোর বার্তা দিয়েছিলেন। তার পরেও উলবেড়িয়া, বেলডাঙ্গা ও হাওড়ার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটেছে অশান্তির ঘটনা। অবরুদ্ধ হয়েছে রেল চলাচল। যদিও শনিবার পরিস্থিতি বহুলাংশে শান্ত। তার পরেও বসিরহাট হাসনাবাদ হাওড়া মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ দিলেন রাজ্যপাল।