যে চার জেলায় এই চার মেডিক্যাল কলেজ হবে সেগুলো হল বারাসত, আরামবাগ, ঝাড়গ্রাম ও তমলুক। বরাদ্দের পরিমান প্রতিটি ক্ষেত্রে ৯৩ কোটি ৪৩ লক্ষ টাকা
পশ্চিমবঙ্গের চার জেলায় চারটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এর জন্য খরচ হবে প্রায় ৩৭৪ কোটি টাকা। ২০২১-‘২২ অর্থবর্ষের মধ্যে এই চার মেডিক্যাল কলেজের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। মঙ্গলবার বিজেপি সূত্রে এ খবর জানানো হয়েছে।
যে চার জেলায় এই চার মেডিক্যাল কলেজ হবে সেগুলো হল বারাসত, আরামবাগ, ঝাড়গ্রাম ও তমলুক। বরাদ্দের পরিমান প্রতিটি ক্ষেত্রে ৯৩ কোটি ৪৩ লক্ষ টাকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতি জেলায় পর্যায়ক্রমে যে একটি করে মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনার কথা নির্বাচনী ইস্তেহারে হয়েছে, এটি তারই অঙ্গ। প্রতি তিনটি লোকসভায় কেন্দ্রের একটিতে একটি মেডিক্যাল কলেজ এবং প্রতি রাজ্যে একটি করে সরকারি মেডিক্যাল কলেজ তৈরির কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্র। প্রথম পর্যায়ে প্রতিটির জন্য ১৮৯ কোটি টাকা বরাদ্দ হয়। ২০টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে এর জন্য এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে ৭৫০৭ কোটি ৭০ লক্ষ টাকা। প্রকল্পের অর্থের ৬০ শতাংশ বরাদ্দ করবে কেন্দ্র। বাকি ৪০ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গোটা দেশে চিহ্ণিত হয়েছে ২৪টি মেডিক্যাল কলেজ। এর প্রতিটির জন্য ধার্য হয়েছে ২৫০ কোটি টাকা। এ কারণে ১৭ টি রাজ্যকে ১৩৭৫ কোটি ১৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। ২০১৭-‘১৮তে কেন্দ্র গোটা দেশে বরাদ্দ করে ২১টি মেডিক্যাল কলেজ। এর মধ্যে মাত্র একটি ছিল পশ্চিমবঙ্গে— জগন্নাথ গুপ্ত ইন্সটিট্যুট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল। ২০১৮-‘১৯এ অনুমতি পায় ৩৪-টি। এর পাঁচটি ছিল পশ্চিমবঙ্গে—রায়গঞ্জ, কোচবিহার, রামপুরহাট, দূর্গাপুর, ডায়মন্ডহারবার।