পশ্চিমবঙ্গের নামকরা ট্রান্সমিশন টাওয়ার নির্মাণকারী সংস্থায় আয়কর দপ্তরের অভিযান

2 - মিনিট |

তল্লাশি অভিযানে এ পর্যন্ত পাওয়া হিসাব বহির্ভূত আয়ের পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি

কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

আয়কর দপ্তর ২৪শে আগস্ট তারিখে কলকাতার একটি নামকরা বিদ্যুৎ পরিবহণ ও বিতরণ কাঠামো, ইস্পাত কাঠামো, ইস্পাত ইআরডব্লিউ পাইপ এবং পলিমার দ্রব্য ইত্যাদি নির্মাণকারী সংস্থায় অভিযান চালায় এবং বহু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে সংস্থার ২৮টি ঠিকানায় এই অভিযান চালানো হয়।

তল্লাশি অভিযান চালানোর সময় সংস্থার কর ফাঁকি দেওয়ার বিভিন্ন পদ্ধতি আয়কর দপ্তরের নজরে আসে। ভুয়ো খরচ এবং খাতা-কলমে দেখানো হয়নি এমন বহু নগদ বিক্রি সংক্রান্ত নথি এবং ডিজিটাল তথ্য উদ্ধার হয়েছে। এছাড়াও, স্থাবর সম্পত্তি কিনতে হিসাব বহির্ভূতভাবে নগদের ব্যবহার এবং হিসাব বহির্ভূত নগদ ঋণ ইত্যাদির প্রমাণ পাওয়া গেছে এবং সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

বাজেয়াপ্ত নথি থেকে প্রাথমিকভাবে দেখা গেছে যে হিসাব মেলাতে ঐ গোষ্ঠী একাধিক ভুয়ো কোম্পানির নাম ব্যবহার করেছে। শেয়ার মূলধন এবং ঋণ দেখিয়ে এইসব ভুয়ো কোম্পানি মারফৎ হিসাব বহির্ভূত অর্থ কোম্পানির ব্যবসায় ব্যবহার করা হয়েছে। এছাড়াও, একজন এন্ট্রি অপারেটরের হিসাব অনুযায়ী বিভিন্ন ভুয়ো কোম্পানির চক্রের মাধ্যমে ১৫০ কোটি টাকারও বেশি ভুয়ো এন্ট্রি করা হয়েছে।

তল্লাশি অভিযানে এ পর্যন্ত পাওয়া হিসাব বহির্ভূত আয়ের পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি।

এ ব্যাপারে তদন্ত জারি আছে।

Advertisements | 5E For Success

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিও কনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news