কেন্দ্র জানিয়েছে, কোনও রাজ্যের নাম বদলাতে গেলে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন, তা না হলে নাম বদলানো সম্ভব নয়
পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ এখনই করা যাবে না বলে বুধবার পরিষ্কার করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, কোনও রাজ্যের নাম বদলাতে গেলে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন, তা না হলে নাম বদলানো সম্ভব নয়। উল্লেখ্য, ২০১৮-র ২৬ জুলাই রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাশ হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়। কেন্দ্র নাম বদলানোর প্রস্তাব খারিজ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বদলানোর জন্য কেন সংবিধান সংশোধন করা যাবে না, সেই প্রশ্ন তুলেছেন আবদুল মান্নান। নাম বদলের প্রস্তাব খারিজ করে দিয়ে কেন্দ্র রাজ্য বিধানসভাকে অপমান করেছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে ২০১৬-য় একবার নাম বদলের প্রস্তাব করা হয়েছিল। সেবার বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ করার প্রস্তাব দেওয়া হয়। সেবার তিনটে নাম বদলে যে কোনও একটা নাম চূড়ান্ত করে নতুন করে প্রস্তাব পাঠাতে বলে কেন্দ্র।