নাগরিকত্ব সংশোধনী বিল একটি ঐতিহাসিক বিল। ধর্মের ভিত্তিতে নিপীড়িত মানুষদের জন্য এই বিল স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধানমন্ত্রী
নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রতিবাদে সুর চড়াচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দল। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। এবার নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়েই বিরোধীদের নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায়, ‘পাকিস্তানের সুরে কথা বলছে কিছু বিরোধীরা।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল একটি ঐতিহাসিক বিল। ধর্মের ভিত্তিতে নিপীড়িত মানুষদের জন্য এই বিল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার আগে, বুধবার সকালে সংসদের লাইব্রেরিতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় পার্টি। সংসদীয় পার্টির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন প্রমুখ। বিজেপির সংসদীয় পার্টির বৈঠকেই বিরোধীদের নিন্দা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাকিস্তানের সুরে কথা বলছেন কিছু বিরোধীরা।’ বিজেপির সংসদীয় পার্টির বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাহ জোশি জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এই বিল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।