করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শিক্ষকের যোগ্যতা নিরূপণ পরীক্ষা বা টিচার ইলিজিবিলিটি টেস্ট (টেট
গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শিক্ষকের যোগ্যতা নিরূপণ পরীক্ষা বা টিচার ইলিজিবিলিটি টেস্ট (টেট)। প্রশাসনের কড়াকড়িতে পাথারকান্দির তিনটি পরীক্ষা কেন্দ্রে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই রবিবার টেট-এর পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বিস্তর অভিযোগ উঠেছে।
পাথারকান্দির তিনটি পরীক্ষা কেন্দ্রে উচ্চ ও নিম্ন প্রাথমিক পরীক্ষায় মোট ১,৯১২ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৪ জন। তবে কাউকে বহিষ্কার হয়েছে বলে কোনও খবর পাওয়া যায়নি। এর মধ্যে পাথারকান্দি কলেজে ২১, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ১২ এবং চাঁদখিরার স্বামী বিবেকানন্দ কলেজে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সেকেন্ডারি এডুকেশন বোর্ড অব অসম (সেবা) পরিচালিত টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার সকাল থেকেই পাথারকান্দি কলেজ, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল ও চাঁদখিরার স্বামী বিবেকানন্দ কলেজে প্রশা সন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রবেশদ্বারে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির রেখেছিল প্রশাসন। নিরাপত্তা কর্মী মোতায়েন ছাড়াও পরীক্ষা কেন্দ্রের ভেতর মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। এমন-কি সংবাদ কর্মীদেরও পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ব্যাপারে অবশ্য কর্তব্যরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশও করেছেন।
এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলির প্রতিটি কক্ষে বসানো হয়েছিল মোবাইল জ্যামারও। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ছাড়াও নির্দিষ্ট কেন্দ্র থেকে ভিডিও ক্যামেরা সহযোগে সেবা-র গাইড লাইন অনুযায়ী পরীক্ষার যাবতীয় নিয়মাবলি ক্যামেরাবন্দি করা হয়েছে। তবে এবারের উচ্চ ও নিম্ন প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্র কিছুটা কঠিন করায় পরীক্ষার্থীদের মনোবল অনেকটা ভেঙে পড়েছে বলে একাংশ অভিভাবকের বক্তব্য। প্রাপ্ত তথ্য মতে, গোটা করিমগঞ্জ জেলায় এবার মোট ২৯টি পরীক্ষা কেন্দ্রে ছিল। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলোতে ঘন ঘন পরিদর্শন করেছেন করিমগঞ্জের ইএসি সৌভিক দত্ত। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্রের পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক অজয়ভূষণ দাস ও সার্কল অফিসার এল খিংনতে-সহ অন্য প্রশাসনিক আধিকারিক।