বিপুল পরিমাণ পানীয় জল দিয়ে বিলাসবহুল গাড়ি ধোয়ার জের। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আর্থিক জরিমানা করল গুরুগ্রাম পৌরনিগম
বিপুল পরিমাণ পানীয় জল দিয়ে বিলাসবহুল গাড়ি ধোয়ার জের। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আর্থিক জরিমানা করল গুরুগ্রাম পৌরনিগম।
গুরুগ্রামে বিরাট কোহলির বাসভবন ডিএলএফ ফেজ ১-এ রয়েছে ছয়টি বিলাসবহুল গাড়ি। আর সেইগুলিকে ধোয়ার জন্য কয়েক হাজার লিটার পানীয় জল অপচয় করছে বিরাটের বাড়িতে কাজ করা কর্মীরা। বিষয়টি নিয়ে গুরুগ্রাম পৌরনিগমের কাছে দ্বারস্থ হয় বিরাট কোহলির প্রতিবেশীরা। অভিযোগের সত্যতা যাচাই করে বিরাট কোহলির বিরুদ্ধে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয় পৌরনিগমের তরফে। জরিমানার পরিমাণ সামান্য হলেও অভিযোগ যে গুরুতর, তা মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। তীব্র দাবদাহে গোটা উত্তর ভারত জলের অভাবে ভুগছে। নাজেহাল দশা সাধারণ মানুষের। এমনকি গুরুগ্রাম পৌরনিগমের অন্তগর্ত বহু এলাকায় সাধারণ মানুষ জলের অভাবে ভুগছে। এমন পরিস্থিতিতে গাড়ি ধুয়ে জল অপচয় করা বিরাটের মতো দায়িত্বভান নাগরিকের কাছ থেকে প্রত্যাশিত নয়। যদিও বর্তমানে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে রয়েছে বিরাট।