পুজোর আগেই উত্তরবঙ্গের বাসে যন্ত্রে টিকিট

< 1 - মিনিট |

গত ৮ বছরে বিভিন্ন আঞ্চলিক পরিবহণ সংস্থা (আরটিএ) বেসরকারি নানা রুটে ৫৬৫টি পারমিট দিয়েছে। বাস নেমেছে ৮,২৯৯। দূরপাল্লার জন্য এসটিএ নানা রুটে ৫৫৪টি পারমিট দিয়েছে। বাস নেমেছে ১,৯২০টি।

কে আর সি টাইমস ডেস্ক

পুজোর আগেই উত্তরবঙ্গের সব বাসে আধুনিক যন্ত্রে টিকিট কাটার ব্যবস্থা হবে। শুক্রবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় এ কথা জানান। 
পরিবহণমন্ত্রী বলেন, বৈদ্যুতিক যন্ত্রে টিকিট কাটার ব্যবস্থা রাজ্যের উত্তরবঙ্গ পরিবহণ নিগমে (এনবিএসটিসি) হয়নি। এটা ৩০ সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে। এ দিন কংগ্রেসের অসিত মিত্র কিছু রুটে বাসের সংখ্যা কমে গিয়েছে বলে অভিযোগ করেন। জবাবে মন্ত্রী বলেন, এ রকম হওয়ার কথা নয়। আপনি নির্দিষ্ট তথ্য দিন। গত ৮ বছরে বিভিন্ন আঞ্চলিক পরিবহণ সংস্থা (আরটিএ) বেসরকারি নানা রুটে ৫৬৫টি পারমিট দিয়েছে। বাস নেমেছে ৮,২৯৯। দূরপাল্লার জন্য এসটিএ নানা রুটে ৫৫৪টি পারমিট দিয়েছে। বাস নেমেছে ১,৯২০টি। 
প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দক্ষিণ দিনাজপুরে সরকারি বাস কমে যাওয়ার কথা অধিবেশনে জানালে পরিবহণমন্ত্রী বলেন, আমরা রুট চালু রাখার ব্যাপারে আর্থিক অর্থাৎ টিকিট বিক্রি-বাবদ আয়ের দিকে নজর রাখছি। খরচের অন্তত ৫০ শতাংশ আসা দরকার। শুভেন্দুবাবু দাবি করেন, বাম আমলে নিগমগুলোর জন্য রাজ্য ১৩২ কোটি টাকা ঋণ নিয়েছিল। সময়বিশেষে যতটুকু শোধ করা সম্ভব করেছি। তৃণমূল ক্ষমতায় আসার পর নিগম নতুন ঋণ নিয়ে আর্থিক বোঝা বাড়ায়নি।
বিরোধী দলনেতা আব্দুল মান্নান গঙ্গায় ফেরি-পরিষেবার সময় সকাল-সন্ধ্যায় দু‘ঘন্টা করে বাড়ানোর আবেদন করেন অধিবেশনে। এখন এই ফেরি চলে সকাল ৮টা থেকে রাত ৮টা। আব্দুল মান্নান বলেন, বহু লোক সকাল ও রাতে কাজের সূত্রে গঙ্গা পার হন। তাঁদের কথা মাথায় রেখে এই সময়সীমা বাড়ানো হোক। পরিবহণমন্ত্রী বলেন, শীতের সকালে কূয়াশা এবং বর্ষার সন্ধ্যায় ঝড়ের আশঙ্কা থাকায় বাড়তি সময় ধরে ফেরি পরিষেবার অসুবিধা আছে। তবে, বাকি সময় এই বাড়তি সময় পরিষেবার বিষয়টি খতিয়ে দেখা হবে। তেলেনিপাড়ার নৌ-দুর্ঘটনার পর জলপরিবহণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news