পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট

2 - মিনিট |

সব মিলিয়ে ১৪.৩% বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন

কে আর সি টাইমস ডেস্ক

পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট জমা পড়তে চলেছে। সেই রিপোর্ট জমা পড়লে সম্ভবত পুজোর মধ্যেই চালু হয়ে যাবে নতুন বেতন কমিশনের সুপারিশ। নতুন কোনও ‘বিপত্তি’ না হলে জুলাই-অগস্টের মধ্যেই রিপোর্ট জমা পড়তে পারে। অভিরূপ সরকারের কথায়,‘আমার রিপোর্ট তৈরি। দ্রুত তা জমা পড়বে। তবে ঠিক কবে, তা বলছি না’। লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের ফলাফলে রাজ্য সরকারি কর্মীদের তীব্র ক্ষোভের ছবি ধরা পড়ে। বেতন না বাড়ার ফলেই রাজ্য সরকারি কর্মীরা যে সরকারের উপর ক্ষুব্ধ, তা উঠে আসে পর্যালোচনায় । দেখা যায়, গত লোকসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের ৭৫ ভাগ ভোট গেছে বিজেপির ঝুলিতে। তার পরেই তৃণমূলের সরকারি কর্মীদের সংগঠনের ভার দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে । সূত্রের খবর, কর্মীদের সঙ্গে প্রথম বৈঠক করেই তিনি বুঝেছেন বেতন না বাড়ার ফলেই কর্মীরা সরকারের উপর ক্ষিপ্ত । মুখ্যমন্ত্রীকে তিনি এই নিয়ে রিপোর্ট দেন । এরপরই নড়েচড়ে বসে নবান্ন । 
গত ১৩ জুন নবান্নে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অভিরূপ সরকার । সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও । বৈঠকে ইতিবাচক আলোচনা হয় বলে জানা যায় । তার পরেই বিকাশ ভবনে সক্রিয় হয়ে ওঠে ষষ্ঠ বেতন কমিশনের দফতর । 
তারপরই রিপোর্ট জমা দেওয়ার তোড়জোড় শুরু হয় । কমিশন সূত্রে জানা গেছে , দু ভাগে লেখা হয়েছে রিপোর্ট । সেই রিপোর্ট লেখার কাজ প্রায় শেষ। আরও জানা যাচ্ছে, রিপোর্টে ১৪.৩ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে ষষ্ঠ বেতন কমিশন । রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি, বেতন কমিশন শিক্ষক,শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী, পুর কর্মীদেরও নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে রিপোর্টে । রিপোর্ট জমা পড়ার পরই  ‘ইমপ্লিমেন্টেশন কমিটি’ তৈরি করবে সরকার । সেই কমিটি মাসখানেকের মধ্যে রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স (রোপা), ২০১৯ প্রকাশ করে দিলে পুজোর মধ্যেই নতুন বেতন কমিশন চালু করে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন নবান্নের শীর্ষ কর্তাদের একাংশ । 
কমিশন সাড়ে তিন লক্ষ কর্মচারীর সঙ্গে সরকার পোষিত ৫৪টি সংস্থার কর্মীর বেতন কাঠামোও সুপারিশ করবে । এর মধ্যে শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত,পুর কর্মী থেকে বিভিন্ন কমিশন, পর্ষদ, নিগম রয়েছে । এ ছাড়াও ৬৯টি রাজ্য সরকার অধীনস্থ সংস্থার কর্মীদেরও নতুন বেতনক্রম প্রস্তাব আকারে রিপোর্ট দেবে কমিশন ।  আপাতত যা ইঙ্গিত, তাতে সব মিলিয়ে ১৪.৩% বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন । তাতে সরকারের ঘাড়ে অন্তত ১২ হাজার কোটির দায় চাপতে পারে । অর্থ দফতরের কর্তাদের বক্তব্য,‘সরকার চাইলে এই চাপ সয়ে নেওয়া যাবে’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news