স্বগৃহে ফিরে এসেছেন টিহুর ৩২ জন তীৰ্থযাত্ৰী। বুধবার রাত প্রায় ১২.৩০ মিনিটে টিহু এসে পৌঁছেছেন তাঁরা।
স্বগৃহে ফিরে এসেছেন টিহুর ৩২ জন তীৰ্থযাত্ৰী। বুধবার রাত প্রায় ১২.৩০ মিনিটে টিহু এসে পৌঁছেছেন তাঁরা। বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘ফণী’র কবলে পরে ওডিশায় আটকে পড়েছিল নলবাড়ি জেলার টিহু এলাকার এই তীৰ্থযাত্ৰীর দল। পুরীর জগন্নাথমন্দির দৰ্শনে গিয়েছিলেন তাঁরা।
গত ২ মে ওডিশার অসম যাত্ৰী নিবাসে আটক শতাধিক তীৰ্থযাত্ৰী এবং পর্যটককে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা হাতে নিয়েছিল অসম সরকার। এ সম্পর্কে যাবতীয় ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। ওডিশায় আটক তীর্থযাত্রী এবং পর্যটকদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। পরবর্তীতে তাঁদের পুরী থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতায় অবস্থিত অসম ভবন থেকে একটি বিশেষ বাসে তাঁদের টিহু পর্যন্ত নিয়ে আসা হয়। সবই ছিল রাজ্য সরকারের ব্যবস্থা।
দুদিনের দীর্ঘ যাত্রায় পেটে তেমন দানা পড়েনি তীর্থযাত্রীদের, বলেছেন অনেকে। হাতের টাকা ফুরিয়ে যাওয়ায় এই দুর্ভোগে পড়তে হয়েছিল তাঁদের। তবে জানান,তাঁদের খাদ্য সামগ্ৰী সরবরাহের পাশাপাশি অন্য বহু সুবিধা দিয়েছে অসম সরকার। স্বগৃহে এসে আবেগিক তীৰ্থযাত্ৰীদের মুখে শোনা গেছে তাঁদের তীর্থযাত্রার সংক্ষিপ্ত কাহিনি। দলে আছেন ৫০ থেকে ৭০ বছর বয়সি কয়েকজন।