পূর্ব রেলওয়েতে বাতিল ৭ টি দুরপাল্লার ট্রেন, বদল একাধিক ট্রেনের সময়সূচি

2 - মিনিট |

সিগন্যালিং ব্যবস্থার কাজের জন্য পূর্ব রেলেওয়ে বাতিল করল ৭ টি দুরপাল্লার ট্রেন

কে আর সি টাইমস ডেস্ক

সিগন্যালিং ব্যবস্থার কাজের জন্য পূর্ব রেলেওয়ে বাতিল করল  ৭ টি দুরপাল্লার ট্রেন । এরসঙ্গেই সময় ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন সহ দুরপাল্লার ট্রেনেরও । মঙ্গলবার এমনটা ঘোষণা করা হয় পূর্ব রেলের তরফ থেকে । 

এদিন পূর্বরেলের তরফ থেকে জানানো হয়, ওই লাইনে প্রি নন ইন্টারলিং ও ইন্টারলকিং করা হবে । এই কাজ করতে সময় লাগবে ২৩ দিন । কাজ শুরু হবে চলতি মাসের ২৮ তারিখ থেকে, চলবে ১৯ জুন পর্যন্ত । এই কারনে ট্রেন বাতিলের সঙ্গেই ৩০ মে পরিবর্তন করা হয়েছে তিনটি ট্রেনের যাত্রাপথ । এছাড়া ৮ জুন ও ১৯ জুন সংক্ষিপ্ত করা হয়েছে ৪ টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ।

যে ৭ টি দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে ট্রেন সংখ্যা ১৩২৩৫/১৩২৩৬ সাহেবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস । যা বাতিল থাকবে ৯ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বাতিল থাকবে ট্রেন সংখ্যা ১৩১৩৩ শিয়ালদা-বারাণসী এক্সপ্রেস, ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে ট্রেন সংখ্যা ১৩১৩৪ বারাণসী-শিয়ালদা এক্সপ্রেস, ট্রেন সংখ্যা ১৩১১৯ শিয়ালদা-আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস বাতিল থাকবে ৬ জুন থেকে ১৬ জুন পর্যন্ত, ৮ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বাতিল থাকবে ট্রেন সংখ্যা ১৩১২০ আনন্দবিহার টার্মিনাল-শিয়ালদা এক্সপ্রেস, ট্রেন সংখ্যা ১৩১৩১ কলকাতা-পাটনা জংশন এক্সপ্রেস বাতিল থাকবে ৮ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এবং ট্রেন সংখ্যা ১৩১৩২ পাটনা জংশন-কলকাতা এক্সপ্রেস বাতিল থাকবে ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ।

এছাড়াও পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেনের সময়সূচি । ট্রেন সংখ্যা ১৪০৫৬ দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেইল ২৭ মে থেকে ৭ জুন দিল্লি থেকে ছাড়ার কথা ছিল সকাল ১১ টা ৪০ মিনিটে, সময়সূচি পরিবর্তীত হয়ে, ট্রেনটি দিল্লি থেকে ছাড়বে দুপুর ১ টার সময় । ১৪০৫৫ ডিব্রুগড়-দিল্লি ব্রহ্মপুত্র মেইল ৩১ মে, ১ জুলাই, ৪ জুলাই ও ৬ জুলাইয়ে ছাড়ার কথা ছিল সকাল ১১ টা ২৫ মিনিটে, সেটি ছাড়বে দুপুর ১ টা ২৫ মিনিটে । ১৩১৩৪ বারাণসী-শিয়ালদা এক্সপ্রেস ২৫ মে ও ৮ জুন ছাড়ার কথা ছিল সকাল ৮ টা ৪০ মিনিটে, সেটি ছাড়বে সকাল ১০ টা ৪০ মিনিটে । ১৩১২০ আনন্দবিহার টার্মিনাল-শিয়ালদা এক্সপ্রেস আনন্দবিহার টার্মিনাল থেকে ২৮ মে, ১ জুন ও ৪ জুন ছাড়ার কথা ছিল ভোর ৬ টা ১৫ মিনিটে, সেটি ছাড়বে সকাল ৮ টা ৫৫ মিনিটে । ১২৩৩৫ ভাগলপুর লোকমান্য তিলক এক্সপ্রেস ২ জুন ভাগলপুর থেকে ছাড়ার কথা ছিল সকাল ৯ টার, সেটি ছাড়বে সকাল ১০ টা ১৫ মিনিটে । ১৫৬৪৮ গৌহাটি লোকমান্য তিলক এক্সপ্রেস গৌহাটি থেকে ৪ জুলাই ছাড়ার কথা ছিল ৩ টের সময়, সেটি ছাড়বে ৪ টা ৩০ মিনিটে । ২২৯৪৮ ভাগলপুর-সুরাট এক্সপ্রেসটি ভাগলপুর থেকে ৩ জুন ও ৬ জুন ছাড়ার কথা ছিল সকাল ৯ টা ২৫ মিনিটে, সেটি ছাড়বে ১০ টা ২৫ মিনিটে ।

এরসঙ্গেই পরিবর্তন করা হয়েছে ৩৮ মেইল এক্সপ্রেসের যাত্রাপথ । যার মধ্যে ২২ টি ট্রেন বর্তমানে প্রধানখুনটা-ধানবাদ-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে যাবে । বাকি ১২ টি ট্রেন কিউল-গোয়া-দেহরি-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে গন্তব্যে পৌঁছাবে । এছাড়া বাকি ৪ টি ট্রেন মকাম-পাটনা-গয়া-দেহরি-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হয়ে গন্তব্যে পৌঁছাবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *