সদ্য নির্বাচিত স্পিকার আরও বলেছেন, ‘সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখার জন্য, স্পিকার নিরপেক্ষ হওয়া উচিত এবং আচরণেও নিরপেক্ষ হওয়া উচিত’
প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব| সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ওম প্রকাশ বিড়লা| ৱুধবার সকালেই সর্বসম্মতিক্রমে সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা| স্পিকার নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব|’ সদ্য নির্বাচিত স্পিকার আরও বলেছেন, ‘সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখার জন্য, স্পিকার নিরপেক্ষ হওয়া উচিত এবং আচরণেও নিরপেক্ষ হওয়া উচিত|’
৫৬ বছর বয়সী ওম বিড়লা দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন বিজেপির যুব শাখার| গত বছর রাজস্থানে দলীয় সংগঠনকে ঢেলে সাজার দায়িত্ব ওমকেই দেওয়া হয়েছিল| বুধবার সকালে সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘ঘনিষ্ঠ’ ওম বিড়লা| লোকসভার স্পিকার পদে এনডিএ প্রার্থী হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই প্রস্তাব সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং বিজু জনতা দল (বিজেডি)-সহ প্রধান রাজনৈতিক দলগুলি|