‘জন্মসূত্রে আমি চাণক্য নগরী পাটলিপুত্রের| অর্থ না থাকলে কোনও কিছুই অর্জন করা সম্ভব নয়| চাণক্যের এই সূত্রকে মাথায় রেখেই বাজেট তৈরি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ|’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান রবীন্দ্র কিশোর সিনহা| বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যসভার সাংসদ আর কে সিনহার মধ্যে ভাষাগত সাংবাদিকতার প্রগতি নিয়ে হয়েছে আলোচনা| ভাষাগত সাংবাদিকতার প্রগতি এবং এক্ষেত্রে হিন্দুস্থান সমাচার-এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী ও সাংসদ আর কে সিনহার মধ্যে|
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ মিনিটের বৈঠকে বিহারের রাজনীতি নিয়েও আলোচনা করেছেন সাংসদ আর কে সিনহা|
রাজ্যসভায় সাংসদ আর কে সিনহা বলেছেন, ‘জন্মসূত্রে আমি চাণক্য নগরী পাটলিপুত্রের| চাণক্য বলেছিলেন সমস্ত কিছুর মূলেই অর্থ| অর্থ না থাকলে কোনও কিছুই অর্জন করা সম্ভব নয়| চাণক্যের এই সূত্রকে মাথায় রেখেই বাজেট তৈরি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ|’ বাজেট নিয়ে আলোচনায় রাজ্যসভার অনেক সদস্যই বলেছেন, বাজেটে কৃষক স্বার্থে কোনও ধ্যানই দেওয়া হয়নি| এ প্রসঙ্গে সাংসদ আর কে সিনহা বলেছেন, এবার ১ লক্ষ ৩০ হাজার কোটিরও বেশি টাকা কৃষি ও কৃষক কল্যাণের জন্য প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার| পূর্ববর্তী সরকারের তুলনায় মোদী সরকার কৃষক স্বার্থে পাঁচ গুণ বেশি অর্থের প্রস্তাব করেছে| সাংসদ আর কে সিনহা আরও বলেছেন, কৃষকদের খরচ কমিয়ে দিলে, তাঁদের আয় এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে| এ জন্যই শূন্য বাজেট কৃষি নিয়ে এসেছে সরকার| এর ফলে কৃষকদের উপকার হবে।