প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নিয়ে ত্রিপুরায় বেকারত্ব ঘুচল ১০১৬ জনের

2 - মিনিট |

ত্রিপুরায় এখন পর্যন্ত ৬ হাজার ৮১ জনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷ পাশাপাশি, ১ হাজার ১৬ জনের প্রশিক্ষণ অন্তিম পর্যায়ে রয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

 ত্রিপুরায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নিয়ে ১,০১৬ জনের কর্মসংস্থান হয়েছে ৷ ফলে, তাঁদের স্থায়ীভাবে বেকারত্ব ঘুচেছে বলেই মনে করা হচ্ছে ৷ আরও ৫ হাজার ৬৫ জনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে ৷ তাঁদের কর্মসংস্থানের প্রক্রিয়া চলছে ৷ আজ এই তথ্য তুলে ধরেছেন স্কিল ডেভেলপমেন্ট অধিকর্তা স্মিতা মল এমএস৷ তাঁর কথায়, ২০২০ সালের মার্চের মধ্যে এই স্কিমের লক্ষ্যমাত্রা পূরণে সবরকমের চেষ্টা চলছে ৷ স্মিতা মল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছেন৷ কারণ, সরকারি চাকরির সুযোগ যেখানে কম সেখানে কর্মসংস্থানের প্রশ্নে বেকারদের দক্ষতা বৃদ্ধি খুবই প্রয়োজন ৷ তাই, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় বেকারদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ স্মিতা মল এমএস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে এই প্রকল্পটি চালু করেছিলেন৷ কিন্তু, কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে ৷ সারা দেশের সাথে ত্রিপুরায়ও ২০১৭ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়৷ তাঁর কথায়, এই যোজনায় ত্রিপুরায় ২৯টি প্রশিক্ষণ সংস্থা নথিভুক্ত হয় ৷ সেই মোতাবেক তাদের ৪৩টি বিষয়ে ২২টি সেক্টরে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ বর্তমানে ত্রিপুরায় ৪৮টি স্মার্ট ট্রেনিং সেন্টারে ২৭ হাজার ৯৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তাঁর বক্তব্য, প্রথমে ৩৬ হাজার ৮৭৫ জনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ৷ কিন্তু কর্মক্ষমতার ভিত্তিতে সারা দেশেই পুনঃসংশোধনের পর লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া হয় ৷ তিনি বলেন, ত্রিপুরায় ২৮ হাজার ৯৬০ জনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তিনি জানান, কাপড় তৈরি, রবার শিল্প, টেইলারিং, সেলাই মেশিন চালানো, বিউটিশিয়ান-সহ মোট ৪৩টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ত্রিপুরায়৷ মূলত, বেকারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের কর্মসংস্থান সুনিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাতে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬ হাজার ৮১ জনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷ পাশাপাশি, ১ হাজার ১৬ জনের প্রশিক্ষণ অন্তিম পর্যায়ে রয়েছে ৷ তাঁর কথায়, প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পর এখন পর্যন্ত  ত্রিপুরায় ১ হাজার ১৬ জনের কর্মসংস্থান হয়েছে ৷ তাঁরা বিভিন্ন ক্ষেত্রে অর্থ উপার্জন করছেন৷ বাকি ৫ হাজার ৬৫ জনেরও কর্মসংস্থান খুব শীঘ্রই সুনিশ্চিত হবে ৷ তিনি জানান, ন্যূনতম ৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা তাঁরা আয় করছেন ৷ সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নেওয়ার পর স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে ঋণ পেতে অগ্রাধিকার দেওয়া হয় ৷ তাঁর দাবি, ত্রিপুরা সময়ের মধ্যেই এই যোজনায় প্রশিক্ষণের লক্ষ্যমাত্রায় পৌঁছবে ৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *