জলের স্রোতে ভেসে যায় জলাধারের কাছে নীচু এলাকার অন্ততপক্ষে ১২টি বাড়ি। এছাড়াও জলের স্রোতে তলিয়ে যান ২২-২৪ জন
গত ছ’দিন অবিরাম বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক! এরই মধ্যে মহারাষ্ট্রের রত্নাগিরিতে ভেঙে গেল তিওয়ারে জলাধার (ড্যাম)। জলের স্রোতে ভেঙে তছনছ হয়ে গিয়েছে নীচু এলাকার অন্ততপক্ষে ১২টি বাড়ি। এছাড়াও ঘুমের মধ্যেই তলিয়ে যান ২২-২৪ জন। তাঁদের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে সিভিল এডমিনিস্ট্রেশন। এখনও নিখোঁজ প্রায় ২২ জন। আপাতত উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণে জেরে রত্নাগিরিতে ভেঙে যায় তিওয়ারে জলাধার (ড্যাম)। জলের স্রোতে ভেসে যায় জলাধারের কাছে নীচু এলাকার অন্ততপক্ষে ১২টি বাড়ি। এছাড়াও জলের স্রোতে তলিয়ে যান ২২-২৪ জন। তাঁদের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ২২ জন। আপাতত উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।