প্রবল বৃষ্টিতে নাজেহাল মুম্বই : বিপর্যস্ত রেল ও পরিবহণ ব্যবস্থা, বাতিল ১৩টি ট্রেন

< 1 - মিনিট |

প্রবল বৃষ্টির জেরে শহরের নীচু এলাকায় জল জমতে শুরু করেছে|

কে আর সি টাইমস ডেস্ক

মুষলধারে বৃষ্টি চলছে রবিবার রাত থেকেই | আর সোমবার সকালে তা আরও মারাত্মক রূপ নিল| বৃষ্টি তো থামছেই না, বরং আরও বৃষ্টির চোখরাঙানিতে কাঁপছে মুম্বই| প্রবল বৃষ্টির জেরে কার্যত ঘরবন্দি বাণিজ্যনগরী মুম্বইয়ের বাসিন্দারা| প্রবল বৃষ্টির জেরে শহরের নীচু এলাকায় জল জমতে শুরু করেছে| বিপর্যস্ত রেল ও পরিবহণ ব্যবস্থাও| জল জমেছে দাদর পূর্ব, সিওন সার্কেল, কিং সার্কেল এলাকা, চেম্বুর-সহ বাণিজ্যনগরীর বিভিন্ন এলাকায়| রাস্তায় দেখা নেই যানবাহনের| এর মাঝেই আবহাওয়ার দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে| এদিন স্কুল-কলেজ বন্ধ ছিল না, তাই বৃষ্টিতে ভিজেই স্কুলে যেতে হয়েছে পড়ুয়াদের| বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরাও| প্রবল বৃষ্টিতে ব্যহত হয়েছে শহর ও শহরতলির রেল পরিষেবাও| এদিন সকাল থেকেই বাতিল করা হয়েছে ১৩টি ট্রেন| বাকি ট্রেনগুলি দেরিতে চলেছে| ওয়েস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে সোমবার ভোরে পালঘর-এ রেললাইনে জল জমে যায়| এই কারণে ফিরিয়ে আনা হয় ১২০০৯ মুম্বই সেন্ট্রাল-শতাব্দী এক্সপ্রেস| এছাড়াও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে| ওয়েস্টার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘পালঘর-এ ভারী ও অবিরাম বৃষ্টিপাতের কারণে ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে| তবে, রেললাইন থেকে জল নেমে যাওয়ার পর সকাল ৮.০৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, ট্রেন চলাচল করে ঘন্টায় ৩০ কিলোমিটার গতিতে|’ প্রবল বৃষ্টির জেরে জল জমে যায় মুম্বইয়ে সিওন রেল স্টেশন এবং মাতুঙ্গা রেল স্টেশনের মাঝেও |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news