প্রয়াত সন্দীপন এন্দো মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানালো কাছাড় জেলা এজেপির নেতা -কর্মীরা

< 1 - মিনিট |

সুজিৎ দেব বলেন, উনার হাত ধরেই শিলচরে এজেপি দলের উত্থান হয়েছিল,এই কথা অকপটে স্বীকার করেন এজেপি সকল স্তরের নেতারা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : গত মঙ্গলবার গুয়াহাটিতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলচর পৌরসভার প্রাক্তণ সভাপতি তথা অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি সন্দীপন এন্দো। বুধবার সকালে প্রয়াত সন্দীপন এন্দো মরদেহেটি নিয়ে শিলচর পৌরসভার কার্যালয়,শিলচর ডেভেলপমেন্ট অথোরিটির কার্যালয়ের প্রদক্ষিণ করে শিলচর ট্রাঙ্ক রোড স্থিত অসম গণ পরিষদের কাছাড় জেলা কার্যালয়ে সামনে আসা মাত্রেই সন্দীপন এন্দো অমর রহে ধ্বনি দিয়ে মরদেহের উপর নেতা -কর্মীরা এজেপি দলের দলীয় পতাকা চড়িয়ে সঙ্গে ফুলের তোড়া চড়িয়ে দেন।

উপস্থিত কাছাড় জেলা এজেপি দলের কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূঁইয়া বলেন,প্রয়াত সন্দীপন এন্দো বরাকের একজন বড়মাপের এজেপি দলের নেতা ছিলেন এবং আগামীতেও থাকবেন, তাঁর অবদান এজেপি দল কখনো ভুলতে পারবেন না।এজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিৎ দেব বলেন, উনার হাত ধরেই শিলচরে এজেপি দলের উত্থান হয়েছিল,এই কথা অকপটে স্বীকার করেন এজেপি সকল স্তরের নেতারা।

জেলা সম্পাদক মনিতন সিংহ বলেন, প্রয়াত সন্দীপন এন্দো সব সময় এজেপি সুবিধা -অসুবিধায় প্রায় সময় উনাকে পাশে পেয়েছি, উনার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি ঘটেছে। সেদিন অন্যান্যদের মধ্যে ছিলেন অসম গণ পরিষদ দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক সুজিৎ শর্মা, উদারবন বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহ, উদারবন কৃষক পরিষদের সভাপতি আবিদ রাজা লস্কর, স্বপন গুণ, হায়দর হোসেন লস্কর, সুব্রত চন্দ, অমিত এন্দো, রহিম মাঝারভূঁইয়া, আব্দুল কাইয়ুম মজুমদার, ফখরুল আলম মজুমদার, হীরু হাজারী,হরি কুমার শর্মা সহ আরো অন্যান্যরা।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

KRC TIMES | Promotional

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *