‘বাহুবলী’ একটি রকেট, জিয়োসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক থ্রি। ওড়ার নির্ধারিত সময়ের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ত্রুটি ধরা পড়ে। ইসরো-র বিজ্ঞানীরা জানিয়েছেন, টি-৫৬ মিনিটে লঞ্চ ভেহিকেল সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবারের জন্য চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে
সবকিছুই ঠিকঠাক চলছিল। রবিবার দিনভর চূড়ান্ত প্রস্তুতি ছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে। সমস্ত কাজই চলছিল মসৃন গতিতেই। অভিযানের সাফল্য চেয়ে ইসরো-র চেয়ারম্যান কে শিবন তিরুপতি মন্দিরে পুজোও দিয়েছিলেন। কিন্তু, শেষ মুহূর্তেই প্রযুক্তিগত ত্রুটি! ফলে স্থগিত রাখা হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-২ অভিযান। সোমবার ভোররাত, ২.৫১ মিনিট নাগাদ মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল ‘বাহুবলী’র। ‘বাহুবলী’ একটি রকেট, জিয়োসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক থ্রি। ওড়ার নির্ধারিত সময়ের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ত্রুটি ধরা পড়ে। ইসরো-র বিজ্ঞানীরা জানিয়েছেন, টি-৫৬ মিনিটে লঞ্চ ভেহিকেল সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবারের জন্য চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে। ইসরো-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরবর্তী উৎক্ষেপণের তারিখ শীঘ্রই জানানো হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডিআরডিও-র প্রাক্তন ডিরেক্টর পাবলিক ইন্টারফেস রবি গুপ্তা। তাঁর কথায়, ‘চন্দ্রযান-২ মিশন উৎক্ষেপণ স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। এমন ধরনের বৃহৎ মিশনের ক্ষেত্রে আমরা কোনও রকম ঝুঁকি নিতে পারি না।’ চন্দ্রযান-২ মিশন সফল হলে চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা ছোঁয়ার ইতিহাস গড়বে ভারত। ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে প্রথম বড় সাফল্য চন্দ্রযান-১| সেই অভিযানের সাফল্যই দ্বিতীয় চন্দ্রাভিযান বা চন্দ্রযান-২ প্রকল্পকে উৎসাহিত করেছে| পরে মঙ্গল অভিযানের সাফল্য সেই প্রকল্পকে তরান্বিত করে। চন্দ্রযান-২ মিশনের লক্ষ্য হল-৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে থাকা চাঁদ| সবকিছু ঠিকঠাক থাকলে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে পা রাখত সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ| কিন্তু, শেষ মুহূর্তেই প্রযুক্তিগত ত্রুটি! ফলে স্থগিত রাখা হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-২ অভিযান।