ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানালো জার্নালিস্ট ইউনিয়ন অব আসাম
গুয়াহাটি : প্রাগ নিউজের আপার আসামের বুরো চীফ উৎপল বরাকে সোমবার যোরহাটে সংবাদ প্রতিষ্ঠান টির কার্যালয়ের সম্মুখে দুর্বৃত্ত দ্বারা আক্রমনের ঘটনায় জার্নালিস্ট ইউনিয়ন অব আসাম (জুয়া) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।এই মর্মে জোয়া র সভানেত্রী সামিম সুলতানা আহমেদ ও সাধারণ সম্পাদক ধনোজিৎ কুমার দাস এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সনাক্ত করে কঠোর শাস্তি দিতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছন।
এই বিবৃতিতে তাঁরা রাজ্য টি তে যেভাবে সাংবাদিক নিগ্রহের একটা র পর একটা ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে তা রোধ করতে আসাম সরকারের কাছে দাবি জানানো হয়েছে। বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দেও সাংবাদিক নিগ্রহের এই ঘটনার তীব্র নিন্দা জানান।