বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে গেলেন অভিনয় শিক্ষার গুরু রোশন তানেজা|
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে গেলেন অভিনয় শিক্ষার গুরু রোশন তানেজা| শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, জয়া বচ্চন, অনিল কাপুর এবং শত্রুঘ্ন সিনহার মতো তারকাদের অভিনয় শিক্ষার গুরু ছিলেন রোশন তানেজা| শুক্রবার রাত ৯.৩০ মিনিট নাগাদ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনয় শিক্ষার গুরু রোশন তানেজা| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর| শনিবার সকালে রোশন তানেজার ছেলে রোহিত তানেজা জানিয়েছেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ঘুমের মধ্যেই বাবার মৃত্যু হয়েছে|’
শনিবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ সান্তাক্রুজ পশ্চিমে শ্মশানে অভিনয় শিক্ষার গুরু রোশন তানেজার শেষকৃত্য সম্পন্ন হবে| অভিনয় শিক্ষার গুরু রোশন তানেজার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড| শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা শাবানা আজমি থেকে শুরু করে জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র অভিনেতা অতনু ঘোষ প্রমুখ|