প্রয়াত গান্ধীবাদী কর্মী পদ্মশ্রী ঝর্ণাধারা চৌধুরী

< 1 - মিনিট |

সেবামূলক এই প্রতিষ্ঠানের পরিচালক রাহা নব কুমার জানান, ঝর্ণাধারা চৌধুরী বেশ কিছু দিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন

কে আর সি টাইমস ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত গান্ধীবাদী কর্মী ও নোয়াখালি জয়াগের গান্ধী আশ্রমের সচিব ঝর্ণাধারা চৌধুরী আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

সেবামূলক এই প্রতিষ্ঠানের পরিচালক রাহা নব কুমার জানান, ঝর্ণাধারা চৌধুরী বেশ কিছু দিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। পরে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ঝর্ণাধারা ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মানবসেবায় নিয়োজিত এই নারী সংসার জীবনে যাননি। গান্ধী আশ্রমের সমাজকর্মী হিসেবে ছুটে গেছেন গ্রাম থেকে গ্রামে। কাজের স্বীকৃতি হিসেবে ঝর্ণা ধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন। একই বছর তিনি বাংলাদেশে বেগম রোকেয়া পদক পান। একুশে পদক পান ২০১৫ সালে। এছাড়া সমাজসেবক হিসেবে তিনি আন্তর্জাতিক বাজাজ পুরস্কার ১৯৯৮, শান্তি পুরস্কার ২০০০, অনন্যা ২০০১, দুর্বার নেটওয়ার্ক পুরস্কার ২০০৩, কীর্তিমতি নারী পুরস্কার ২০১০, সাদা মনের মানুষ পদক ২০০৭ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news