প্রয়াত হলেন সংবাদপত্রের বিভাগীয় লেখক, বিজেপি নেতা এবং বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর পরিচালক রাজনাথ সিং ‘সূর্য’
প্রয়াত হলেন সংবাদপত্রের বিভাগীয় লেখক, বিজেপি নেতা এবং বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর পরিচালক রাজনাথ সিং ‘সূর্য’| বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের পত্রকারপুরম কলোনীতে অবস্থিত নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই বিজেপি নেতার বয়স হয়েছিল ৮২ বছর| বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাজনাথ সিং ‘সূর্য’| শরীর কম্পনের অসুখে ভুগছিলেন তিনি| দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনেই জীবনাবসান হয়েছে তাঁর| বৃহস্পতিবার সকালে বিশিষ্ট এই লেখক তথা প্রবীণ বিজেপি নেতার মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে আসেন বহু রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিকরা|
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সঙ্গেও যুক্ত ছিলেন রাজনাথ সিং ‘সূর্য’| বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার থেকেই তাঁর সাংবাদিকতা জীবনের পথ চলা শুরু হয়| পরবর্তীকালে বহু সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন| দৈনিক ‘আজ’ পত্রিকায় সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছিলেন রাজনাথ সিং ‘সূর্য’| দৈনিক ‘স্বতন্ত্র ভারত’ পত্রিকাতেও বহু দিন ধরে সম্পাদক ছিলেন তিনি| গত ৫ জুন তাঁর অন্তিম প্রবন্ধ হিন্দুস্থান সমাচার-এ প্রকাশিত হয়েছিল| বহু বছর ধরে বিজেপি এবং সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন তিনি| রাজনাথ সিং ‘সূর্য’ রাজ্যসভার সদস্যও ছিলেন| রাজনাথ সিং ‘সূর্য’-কে ‘পত্রকারিতা ভূষণ’ সম্মানে ভূষিত করেছিল উত্তর প্রদেশ হিন্দি সংস্থান| এছাড়াও আরও বহু পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে|