প্রয়াত ভারতের প্রথম মহিলা ডিজিপি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য

< 1 - মিনিট |

কিরণ বেদির পর তিনিই দেশের দ্বিতীয় মহিলা আইপিএস অফিসার ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি), কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। তিনিই উত্তরাখণ্ডের প্রথম মহিলা ডিজিপি। বেশ কয়েক দিন অসুস্থ থাকার পর সোমবার রাতে মুম্বইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রথম মহিলা ডিজিপি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য।

কিরণ বেদির পর তিনিই দেশের দ্বিতীয় মহিলা আইপিএস অফিসার ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ২০০৪ সালে নতুন ইতিহাস রচনা করে উত্তরাখণ্ডের ডিজিপি পদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন ১৯৭৩ ব্যাচ-এর মহিলা আইপিএস অফিসার কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। ২০০৭ সালের ৩১ অক্টোবর উত্তরাখণ্ডের ডিজিপি পদ থেকে অবসর নেন তিনি। উত্তরাখণ্ডের ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার পরই রাজনীতিতে যোগ দিয়েছিলেন ভারতের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র টিকিটে হরিদ্বার লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এই মহিলা আইপিএস অফিসার। হিমাচল প্রদেশের বাসিন্দা কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য, তিনি অমৃতসরের রাজকীয় মহিলা বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পোস্ট-স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news