প্লাস্টিকের বিকল্প খুঁজতে আইআইটি পড়ুয়াদের আহ্বান প্রধানমন্ত্রীর

< 1 - মিনিট |

মথুরায় স্বচ্ছই সেবা অনুষ্ঠানে স্টার্ট আপ গ্র্যান্ড চ্যালেঞ্জের শুভ সূচনা করেন নরেন্দ্র মোদি

কে আর সি টাইমস ডেস্ক

প্লাস্টিকের বিকল্প জিনিস বানানোর জন্য আইআইটি পড়ুয়াদের আহ্বান করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি পশুদের আরও বেশি পরিমাণে সবুজ খাদ্যের যোগান কি ভাবে দেওয়া যায় তাও পড়ুয়াদের ভেবে দেখতে বলেন তিনি। 

বুধবার মথুরায় স্বচ্ছই সেবা অনুষ্ঠানে স্টার্ট আপ গ্র্যান্ড চ্যালেঞ্জের শুভ সূচনা করেন  প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, বহু সমস্যার সমাধান স্টার্ট আপের মাধ্যমে হতে পারে। প্লাস্টিকের বিকল্প সস্তা এবং সহজলোভ্য জিনিস এর মাধ্যমে তৈরি করা হবে। দেশের দুগ্ধ শিল্পের সম্প্রসারণে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, দুগ্ধ শিল্পের বিস্তৃতির জন্য নতুন প্রযুক্তির দরকার। গ্রামাঞ্চল থেকেই এই সমস্যার সমাধান হবে। প্লাস্টিকের একক ব্যবহারের ক্ষতিকারক বিষয়ে সবাইকে অবগত করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, পরিবেশের জন্য সব থেকে বিপদজনক হচ্ছে প্লাস্টিক। পশু এবং জলজ প্রাণীদের জন্য বিপদজনক হয়ে উঠছে প্লাস্টিক। এর থেকে মুক্তি পাওয়া একান্ত প্রয়োজন। বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ, মহিলা সংগঠন এবং অন্যান্য প্রতিষ্ঠানের উচিত প্লাস্টিক বিরোধী অভিযান চালানো। নিজেদের শিশুদের ভবিষ্যত নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নিতে হবে। সিমেণ্টের কারখানা এবং সড়ক নির্মাণে প্লাস্টিকের পুনব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news