প্লাস্টিক বর্জনে উদ্যোগী রাজপুর-সোনারপুর পুরসভা, সচেতন করা হল সাধারণ মানুষকেও

< 1 - মিনিট |

পুরসভা এলাকায় প্লাস্টিক বর্জনের দাবি জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই রাজপুর বাজার এলাকায় মানুষকে এ বিষয়ে আবেদন জানানোর পাশাপাশি সচেতন করা হয়

কে আর সি টাইমস ডেস্ক

এবার প্লাস্টিক বর্জনে উদ্যোগী হল দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা। সোমবার সকালে পুরপ্রধান ডাঃ পল্লব কান্তি দাস ও অন্যান্য কাউন্সিলররা এই পুরসভার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার রাজপুর বাজার এলাকায় বিভিন্ন দোকানদার থেকে সাধারণ মানুষকে সচেতন করে প্লাস্টিক বর্জনের কথা জানান। পরিবর্তে কাপড়ের বা পাটের ব্যাগ ব্যবহারের কথা বলেন। প্লাস্টিক ব্যবহারের ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে তেমনই যত্রতত্র এই প্লাস্টিক জমে নিকাশিনালা বন্ধ হয়ে জল জমছে এলাকায়।


তাই এবার থেকে এই পুরসভা এলাকায় প্লাস্টিক বর্জনের দাবি জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই রাজপুর বাজার এলাকায় মানুষকে এ বিষয়ে আবেদন জানানোর পাশাপাশি সচেতন করা হয়। এই পুরসভা ও আশপাশের এলাকায় যে সমস্ত প্লাস্টিক তৈরির কারখানা রয়েছে সেগুলিকে ও বন্ধ করার জন্য পুরসভার তরফ থেকে আবেদন জানানো হবে বলে বলা হয়েছে। এ বিষয়ে পল্লব বাবু বলেন, “প্লাস্টিকের ফলে অনেক সমস্যা তৈরি হচ্ছে। একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে। তেমনি এই প্লাস্টিক জমে বন্ধ হচ্ছে নিকাশিনালা। আর এর জেরেই এলাকার জল নিকাশির সমস্যা হচ্ছে। আর জমা জলের ফলে নাজেহাল হচ্ছেন পুরসভা এলাকার বাসিন্দারা। আর সেই কারণেই আমরা এবার থেকে এই পুরসভা এলাকায় প্লাস্টিক বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সেই কারণে সোমবার থেকেই প্রচার শুরু হয়েছে। দ্রুত এই পুরসভা এলাকাকে প্লাস্টিক মুক্ত করবো আমরা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news