প্ৰকাশ হল এনআরসি-র অতিরিক্ত খসড়া, উপলব্ধ সেবাকেন্দ্ৰ, অনলাইনে

< 1 - মিনিট |

নাগরিক পাঞ্জির সংযোজিত বহিষ্কার খসড়া তালিকা থেকে বাদ পড়ল প্রায় ১লক্ষেরও বেশি মানুষ। গত বছর জুলাই -এ প্রকাশিত এন আর সি -র তালিকায় এই সমস্ত মানুষ গুলোর নাম থাকলেও এবার অন্তর্ভুক্তির জন্যই তাঁরা শেষমেশ বিবেচিত হলেন অনুপযুক্ত হিসেবে

কে আর সি টাইমস ডেস্ক

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র সম্পূর্ণ তালিকার আগে আজ বুধবার প্ৰকাশ করা হয়েছে এনআরসি-র অতিরিক্ত খসড়া। প্ৰকাশিত অতিরিক্ত খসড়া অনলাইন অথবা এনআরসি সেবাকেন্দ্ৰ, অথবা সার্কল অফিস অথবা মহকুমাশাসক বা জেলাশাসকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ প্ৰকাশিত এনআরসি-র অতিরিক্ত খসড়ার তালিকায় ১ লক্ষ ২ হাজার ৪৬২ জন নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তালিকায় ‘ডি’ (ডাউটফুল) ভোটার, ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষিত এবং বিদেশি ট্রাইব্যুনালে বিচারাধীন (মামলা চলছে এমন) নাগরিকদের নামও অন্তর্ভুক্ত হয়েছে। অতিরিক্ত খসড়ায় দাবি-আপত্তির ওপর শুনানির ফলাফল অন্তৰ্ভুক্ত হয়নি। যাঁদের নাম তালিকায় সন্নিবিষ্ট হয়নি তাঁদের বাড়ির ঠিকানায় বিষয় সম্পর্কে নোটিশ পাঠানো হবে। এর ভিত্তিতে আগামী ১১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার এনআরসি সেবাকেন্দ্ৰে দাবি উত্থাপন করতে হবে তাঁদের। পরবর্তীতে চূড়ান্ত এনআরসি প্ৰকাশের আগে শুনানির মাধ্যমে দাবিগুলোর নিষ্পত্তি করা হবে বলে এনআরসি কৰ্তৃপক্ষ জানিয়েছেন।অন্যদিকে, উল্লিখিত কেন্দ্ৰ এবং কার্যালয় ছাড়াও অনলাইনে নাগরিকরা নিজের নিজের নাম এনআরসি-র অতিরিক্ত খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে কি না তা দেখতে পাবেন। অনলাইনে অতিরিক্ত খসড়াটি www.nrcassm.nic.in ওয়েবসাইটে গিয়ে কমপ্লিট ড্ৰাফট এনআরসি ভিউইং লিংক (Complete Draft NRC viewing Link)-এ গিয়ে এক্সক্লুডেড ইন অ্যাডিশনাল লিস্টে উপলব্ধ তালিকায় নিজের নাম এসেছে কি না, দেখতে পারবেন।
প্রসঙ্গত, এনআরসি-র অতিরিক্ত খসড়া প্রকাশের পর যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত না হয় তার প্রতি লক্ষ রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট জেলাশাসকদের কয়েকদিন আগে নির্দেশ দিয়েছেন এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা। এছাড়া অতিরিক্ত খসড়া প্ৰকাশের সময় সেবাকেন্দ্ৰগুলোতে এ সংক্রান্ত নথিপত্ৰ এবং গুরুত্বপূৰ্ণ ফাইল ইত্যাদি সুরক্ষিত অবস্থায় থাকে সে ব্যাপারে নিশ্চিত করতেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন প্রতীক হাজেলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news