ফলতায় প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

< 1 - মিনিট |

গভীর রাতে আগুন-আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার ফলতায়

কে আর সি টাইমস ডেস্ক

গভীর রাতে আগুন-আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার অন্তর্গত ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, বিধ্বংসী আগুনে ওই কারখানার বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। 

পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার গভীর রাতে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। শ্রমিকরাই খবর দেন দমকল ও পুলিশে। গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১০টি ইঞ্জিন। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মঙ্গলবার সকালে আয়ত্তে এসেছে আগুন।  দমকল আধিকারিকেরা জানিয়েছেন, প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ ওই কারখানার ভিতরে প্রচুর পরিমানে মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সময় কোনও শ্রমিক কারখানার ভিতরে ছিলেন না, তাই এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news