‘বিশ্ব ব্যাংকের এই ঋণ পাওয়ায় অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের অধীনে রাজ্যে ফেরি পরিষেবার পরিকাঠামো উন্নত হবে।’
রাজ্যের ব্ৰহ্মপুত্ৰ এবং অন্য নদীগুলিতে যাত্ৰীবাহী ফেরি পরিষেবাকে আধুনিকীকরণ করতে বিশ্ব ব্যাংক অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগকে ৬৩০ কোটি টাকার ঋণ দিয়েছে। রবিবার এই খবর দিয়ে বিভাগীয় জনৈক আধিকারিক জানান, ‘বিশ্ব ব্যাংকের এই ঋণ পাওয়ায় অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের অধীনে রাজ্যে ফেরি পরিষেবার পরিকাঠামো উন্নত হবে।’
এর মাধ্যমে যাত্রাবাহী ফেরির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এ ক্ষেত্রে আধুনিক পরিষেবাও উপলব্ধ হবে বলে জানান আধিকারিক। তাঁর দাবি, ঋণের টাকায় সুসজ্জিত এবং মিতব্যয়ী ফেরি জল পরিবহণ পরিষেবা জনসাধারণের কাছে আরও বেশি ফলদায়ক হবে। মূলত যাত্ৰীদের নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদির প্ৰতি লক্ষ্য রেখে ফেরি পরিষেবাকে আধুনিকীকরণ করতে প্ৰকল্প গ্ৰহণ করা হয়েছে, জানান আধিকারিকটি।
উল্লেখ্য, অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের ফেরি পরিষেবাকে আধুনিকীকরণ করার জন্য গৃহীত প্ৰকল্পের মোট বাজেট ৭৭০ কোটি টাকা। এর মধ্যে ৬৩০ কোটি টাকা দিয়েছে বিশ্ব ব্যাংক। শুক্রবার নয়াদিল্লিতে অর্থ এবং অৰ্থনৈতিক পরিক্ৰমা মন্ত্ৰকের অতিরিক্ত সচিবের উপস্থিতিতে অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগ ও বিশ্ব ব্যাংকের ভারতে নিয়োজিত অধিকর্তা ঋণ-চুক্তিতে স্বাক্ষর করেছেন।