ফের চাঙ্গা শেয়ার বাজার : রেকর্ড উচ্চতায় সেনসক্স, ঊর্ধ্বমুখী নিফটিও

< 1 - মিনিট |

আবারও স্বপ্নের দৌড় দেখল শেয়ার মার্কেট। সোমবার সকালে বাজার খোলা মাত্রই শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী।

কে আর সি টাইমস ডেস্ক

ফের রেকর্ড উচ্চতায় পৌঁছল শেয়ার বাজার। আবারও স্বপ্নের দৌড় দেখল শেয়ার মার্কেট। সোমবার সকালে বাজার খোলা মাত্রই শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী। এদিন বাজার খোলার শুরুতেই সেনসেক্সের সূচক পৌঁছয় ৪০,৪৩৪.৮৩ পয়েন্টে। সেনসেক্সের রেকর্ড উত্থানের সৌজন্যে এদিন লাভের মুখ দেখেছে আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল), আইটিসি, টিসিএস এবং এইচডিএফসি ব্যাঙ্ক। ঊর্ধ্বমুখী ছিল নিফটিও। সকালেই নিফটির সূচক পৌঁছয় ১১,৯৬৬.৪৫ পয়েন্টে,  ১২,০০০ পয়েন্টে থেকে খানিকটা পিছিয়ে। সেনসেক্স প্যাকের শীর্ষ লাভবানরা হলেন-বেদান্তা, টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা মোটরস, এসবিআই, এইচসিএল টেক, সান ফার্মা এবং ভারতী এয়ারটেল (৩.২০ শতাংশ বেড়েছে)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news