জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ট্রেন্ড অব্যাহত। আবারও দাম বাড়ানো পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ ভারতের সমস্ত মেট্রো সিটিতে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (শুধুমাত্র চেন্নাইতে ডিজেলের দাম বাড়েনি)। ফলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজারে ০.০৮ পয়সা বাড়ার পর লিটার পিছু পেট্রোলের দাম হল ৭২.৭৫ টাকা। আর ডিজেল লিটারে ০.০৭ পয়সা বাড়ার পর হল ৬৬.২৩ টাকা। […]
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ট্রেন্ড অব্যাহত। আবারও দাম বাড়ানো পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ ভারতের সমস্ত মেট্রো সিটিতে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (শুধুমাত্র চেন্নাইতে ডিজেলের দাম বাড়েনি)। ফলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজারে ০.০৮ পয়সা বাড়ার পর লিটার পিছু পেট্রোলের দাম হল ৭২.৭৫ টাকা। আর ডিজেল লিটারে ০.০৭ পয়সা বাড়ার পর হল ৬৬.২৩ টাকা।
গত কয়েকদিন ধরেই লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় সাধারণ মানুষ কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে। কলকাতার পাশাপাশি ০.০৭ পয়সা দাম বাড়ার মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭০.৫১ টাকা, মুম্বইয়ে মাত্র ০.০৪ পয়সা বাড়ার পর পেট্রোলের ৭৬.১৫ টাকা। আবার ০.০৬ পয়সা বাড়ার পর লিটার প্রতি ডিজেলের দাম দিল্লিতে হয়েছে ৬৪.৩৩ টাকা এবং মুম্বইয়ে ০.০৪ পয়সা বাড়ার পর ৬৭.৪০ টাকা। কলকাতা, দিল্লি এবং মুম্বইয়ের পাশাপাশি মঙ্গলবার চেন্নাইয়েও দাম বেড়েছে পেট্রোলের। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত মূল্য হল ৭৩.১৯ টাকা।