ফের বিধানসভা অধিবেশন থেকে কক্ষত্যাগ

< 1 - মিনিট |

মূল্যবৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব জমা করেছিল বাম-কংগ্রেস। সেই মুলতবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

কে আর সি টাইমস ডেস্ক

সোমবার ফের বিধানসভায় হই- হট্টগোল। বিরোধী বাম-কংগ্রেসের বিক্ষোভ, তারপর কক্ষত্যাগ হল।  এদিন মূল্যবৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব জমা করেছিল বাম-কংগ্রেস। সেই মুলতবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কালীঘাট এবং মালদার ‘ধর্ষণকাণ্ড‘ নিয়ে বিরোধীদের তরফে আলোচনার দাবি উঠেছিল। অন্যদিকে বিধানসভা চালাতে সরকারের ইচ্ছে না থাকার অভিযোগ— এ সব নিয়েই সরব হয় বিরোধী বাম কংগ্রেস বিধায়করা। অধ্যক্ষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরোধী বিধায়করা। বেশ কিছুক্ষণ এ রকম চলার পরেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং কক্ষত্যাগ করেন বিরোধীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news