মধ্যরাত থেকে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৫ পয়সা
ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। মধ্যরাত থেকে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৫ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন, ৭২.৩৮ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৫.৮৭ টাকা। কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে। দিল্লিতে ০.৭ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭০.১২ টাকা প্রতি লিটার এবং ০.৫ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৬৩.৯৫ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৬ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৫.৮২ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৭.০৫ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে ০.৭ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের দাম এখন ৭২.৮৪ টাকা এবং ০.৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের এখন ৬৭.৬৪ টাকা। মাঝে কয়েকদিনের বিরতির পর পুনরায় পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় চিন্তা বাড়ল সাধারণ মানুষের।