পরপর দু’দিন কাশ্মীরের বান্দিপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী
কাশ্মীর উপত্যকায় জঙ্গি-নিকেশ অভিযানে আবারও সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। গান্ডেরবাল জেলার গুন্দ এলাকার ঘটনা।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় গান্ডেরবাল জেলার গুন্দ এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। জঙ্গি গতিবিধির খবর পেয়ে মঙ্গলবার ভোরে অভিযানে নামে সুরক্ষা বাহিনী। তল্লাশির সময়ে জওয়ানদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। ফলে লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, এর আগে গত রবিবার এবং সোমবার, পরপর দু’দিন কাশ্মীরের বান্দিপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। এবার গান্ডেরবাল জেলায় এনকাউন্টারে খতম হল একজন সন্ত্রাসবাদী।