বদরপুর উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যের গেটওয়ে। এই বদরপুর থেকে একসময় বাংলাদেশ পর্যন্ত ট্রেন চলাচল করত।
করিমগঞ্জ জেলার বদরপুরে রেল ডিভিশন স্থাপনের দাবিতে বরাকভ্যালি রেল ডিভিশন ডিমান্ড কমিটি উত্তরপূর্ব সীমান্ত রেলের এজিএম রাধেরমণ এবং এডিআরএম এসকে জানুর হাতে এক স্মারকপত্র তুলে দিয়েছেন। রেলের দুই কর্মকর্তা বরাক সফরে এলে কমিটি বদরপুর স্টেশনে তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের দাবি সংবলিত স্মারকপত্র তুলে দিয়েছেন।
কমিটির কর্মকর্তারা জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে বদরপুরে রেল ডিভিশন স্থাপনের জন্য দাবি জানিয়ে আসছেন এখানকার জনতা। বদরপুর উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যের গেটওয়ে। এই বদরপুর থেকে একসময় বাংলাদেশ পর্যন্ত ট্রেন চলাচল করত। বদরপুরে রেল ডিভিশন স্থাপনের জন্য রেলের ৬০০ একর নিজস্ব জমি রয়েছে বলে জানান কমিটির কর্মকর্তারা। তাঁরা বলেন, বদরপুর রেলস্টেশন বর্তমানে সাব-ডিভিশনে উন্নীত রয়েছে। তাই ডিভিশন করতে কোনও ধরনের সমস্যা নেই বলে মনে করেন তাঁরা। স্মারকপত্রে বরাক উপত্যকার আট বিধায়ক ও বিভিন্ন জনপ্রতিনিধির স্বাক্ষর রয়েছে। স্মারকপত্র তুলে দিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীযূষ মজুমদার, বিজেপি নেতা দীপক দেব, জিল্লুন নুর চৌধুরী, মনোনজয় চৌধুরী, সৌরভ নাগ, রাতুল রাউত, সন্দীপ নাগ, মনসুর আলম, জিন্নোর নুর-সহ অন্যান্যরা।