বিমানবন্দরে মোদিকে বিদায় জানিয়ে টুইট করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মোদির সঙ্গে বিদায় বেলার ছবি দিয়ে লেখেন, “প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। “
বন্দরের নাম পশ্চিমবঙ্গের ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে এসে এমনটাই টুইট করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার বেলা একটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানাতে কলকাতা বিমানবন্দরে যান রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম ও রাজ্যপাল জগদীপ ধনকর। মোদিকে কলকাতায় স্বাগত জানানোর সময়ও উপস্থিত ছিলেন এই দুই ব্যক্তিত্ব।
এদিন বিমানবন্দরে মোদিকে বিদায় জানিয়ে টুইট করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মোদির সঙ্গে বিদায় বেলার ছবি দিয়ে লেখেন, “প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। ” দুদিনের কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরে এসে মিলেনিয়াম পার্ক এর লাইট অ্যান্ড সাউন্ড শো ও ওল্ড কারেন্সি ভবনের মিউজিয়াম উদ্বোধন করে বেলুড়মঠে নৈশ যাপন করেন। সেখানে রাজনীতির ধারে কাছ দিয়ে না গিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুনগান গেয়ে বাঙালির আবেগকে ছুঁতে চেয়েছেন তিনি। অন্যদিকে আজ কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় নাগরিকপঞ্জি ও সংশোধণী নাগরিকত্ব আইনের পক্ষে বলার পাশাপাশি বাংলার যুব সমাজকে উজ্জীবিত করেন তিনি।