দলাই লামা বলেছেন, ‘আমাদের কাছে রয়েছে সত্যের শক্তি। চিনের কমিউনিস্টদের কাছে রয়েছে বন্দুকের শক্তি। বন্দুকের তুলনায় সত্যের শক্তি অনেক বেশি শক্তিশালী।’
বন্দুকের তুলনায় সত্যের শক্তি বহুগুণ শক্তিশালী। গোটা বিশ্বে শান্তি ও সৌভ্রাতৃত্বের কামনা করে ৱুধবার এমনই মন্তব্য করেছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বুধবার সকালের বিহারের গয়া জেলায় মহাবোধি মন্দিরে পূজাচর্না করেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। মহাবোধি মন্দিরে অবস্থিত বৌধিবৃক্ষের নীচে পূজা করার পর বিশ্বে শান্তি ও সৌভ্রাত্বের কামনা করেছেন দলাই লামা।
দলাই লামাকে এদিন প্রশ্ন করা হয়, চিন সরকারের উদ্দেশ্যে আপনার কী বার্তা? এই প্রশ্নের উত্তরে দলাই লামা বলেছেন, ‘আমাদের কাছে রয়েছে সত্যের শক্তি। চিনের কমিউনিস্টদের কাছে রয়েছে বন্দুকের শক্তি। বন্দুকের তুলনায় সত্যের শক্তি অনেক বেশি শক্তিশালী।’ এদিন সকালে মহাবোধি মন্দির চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। বিটিএমসি-র সচিব এন দোরজে, সদস্য অরবিন্দ সিং, মন্দিরের প্রধান পুরোহিত ভিক্ষু চলিন্দা দলাই লামাকে স্বাগত জানান। মহাবোধি মন্দিরে পূজার্চনা করার পর বৌদ্ধ ধর্মগুরু তিব্বত বৌদ্ধ মঠে ফিরে যান।