উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বানিজ্য শাখায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে হাইলাকান্দি জেলা
হাইলাকান্দি : বরাক থেকে উচ্চমাধ্যমিকে একমাত্র একজনই মেধা তালিকা স্থান পেয়েছে। হাইলাকান্দি প্যারামন সিনিয়র সেকেন্ডারি স্কুলের জাহাঙ্গীর আলম মজুমদার বানিজ্য বিভাগে সারা রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে। ৪৬৮ নম্বর পেয়েছে জাহাঙ্গীর।উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বানিজ্য শাখায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে হাইলাকান্দি জেলা।
হাইলাকান্দির প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডরী স্কুলের ছাত্র জাহাঙ্গীর আলম চৌধুরী বানিজ্য শাখায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করে বরাকের মধ্যে প্রথম হয়েছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী অসুস্থ পিতাকে নিয়ে বর্তমানে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। জাহাঙ্গীরের পিতা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর এই সাফল্যে হাইলাকান্দি জেলার সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গীরের প্রাপ্ত নম্বর হচ্ছে ৪৬৮. পার্সেন্টটেজ ৯৩.৬