শিলাদিত্যর অবাঞ্চিত মন্তব্যে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে র তীব্র প্রতিক্রিয়া
শিলচর : সম্প্রতি শিলচরে শিলাদিত্য দেব সাংবাদিকদের বলেছেন যে বরাকের মুসলমানদের ভাষা বাংলা নয় যেহেতু উনার আরবী শব্দ আব্বা ও আম্মা ইত্যাদি ব্যবহার করেন। এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে। হারাণ বাবু এক বিবৃতিতে বলেন যে বঙ্গ ভাষা ভাষী মুসলমানরা যে লক্ষী.ধোয়া তুলসী পাতা, মহভারত অশুদ্ধ, ঘরের শত্রু বিভীষন ইত্যাদি শব্দ বাক্য ব্যবহার করে থাকেন তা কি শিলাদিত্য বাবু অবগত নন।
এছাড়া উনাদের ছেলে মেয়েরা বাংলা মাধ্যমের স্কুলেও পড়াশোনা করে। বরাকে সিলেটী মুসলমানরা বাঙালির গর্ব। হারাণ বাবু বলেন বাংলাদেশের যে বাঙালি মুসলমান দের জন্য বাংলা আজ বিশ্বে স্বীকৃত তাতো আমাদের কে মানতেই হবে।