প্রাকৃতিক গ্যাসের এই সম্ভার বরাক উপত্যকার জন্য আগামীতে অনেক সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন
শিলচর : বরাক উপত্যকায় প্রচুর গ্যাস রয়েছে। এক কথায় গোটা উপত্যকা গ্যাসের উপর ভাসছে। এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। আজ শিলচরে তিনি বলেন, ওএনজিসি কাছাড় ও করিমগঞ্জে দীর্ঘদিন থেকে খলনের কাজ করে আসছে। এখানে তেলের সন্ধান পাওয়া না গেল গ্যাসের সন্ধান পাওয়া গেছে ।
প্রচুর গ্যাস রয়েছে বরাক উপত্যকার মাটির তলায়। এই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে সরবরাহ করা যেতে পারে। এবং এই উদ্যোগ আগামীতে নেওয়া হবে। এবং প্রাকৃতিক গ্যাসের এই সম্ভার বরাক উপত্যকার জন্য আগামীতে অনেক সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মন্ত্রী এতিম একটা রোজগার মেলার উদ্বোধন করতে এখানে এসেছিলেন। প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা প্রবল এবং শুধু সম্ভাবনাই নয় এটা নিশ্চিত যে বরাকের মাটির নিচে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে।