বর্তমানে স্পীড পোস্ট চিঠি দিল্লি যেতে সময় লাগে ১০থেকে ১২ দিন
শিলচর : কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বরাক উপত্যকা ও দেশের রাজধানী দিল্লির মধ্যে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সামাজিক সংগঠন ড এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হারাণ দে মন্ত্রী কে বরাক উপত্যকা ও দিল্লির মধ্যে ডাক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে স্পীড পোস্ট সেবার অপ্রতুলতার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানালে তিনি এই নির্দেশ দেন।
পরিষদের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয় যে দিল্লি থেকে একটি স্পীড পোস্ট চিঠির শিলচর পৌঁছাতে ১০/১২ দিন সময় লাগে। এই সুযোগে প্রাইভেট কুরিয়ার কোম্পানী গুলো চুটিয়ে ব্যাবসা করছে। বলে হারাণ বাবু মন্ত্রী কে জানান।