আমসু নেতারা জানিয়েছেন মিজোরাম থেকে যেভাবে মনিপুরীদের বিতারিত করা হচ্ছে তাই তারা এই পদক্ষেপ নিয়েছিলেন
শিলচর : মনিপুরীদের মিজোরাম ছাড়ার পাল্টা হিসাবে বরাক উপত্যকা থেকে নিজেদের ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল ছাত্র সংগঠন আমসু । শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে আমসু তাদের এই আবেদন প্রত্যাহার করে। আমসু অর্থাৎ all মনিপুরী স্টুডেন্ট ইউনিয়ন একপ্রেস ডিপ্রিতিতে বরাক উপত্যকা থেকে নিজেদের ২৪ ঘণ্টার মধ্যে চলে যেতে ফতোয়া জারি করে। গত দুদিন থেকে মিজোরাম থেকে মনিপুরীরা বড়াক উপত্যকায় এসে আশ্রয় নিয়েছেন।
মিজোরামের কয়েকটি মির্জা সংগঠন মনিপুরীদের ২৪ ঘণ্টার মধ্যে মিজোরাম ত্যাগ করা নির্দেশ দিয়েছে। এর পাল্টা হিসাবে আমসু এই নির্দেশ জারি করেছিল। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে আমসু তাদের এই বিবৃতি প্রত্যাহার করে। কিন্তু এ নিয়ে যথেষ্ট চাঞ্চলের সৃষ্টি হয় গোটা উপত্যকা জুড়ে। আমসু নেতারা জানিয়েছেন মিজোরাম থেকে যেভাবে মনিপুরীদের বিতারিত করা হচ্ছে তাই তারা এই পদক্ষেপ নিয়েছিলেন।