কেন বরাক আলাদা হতে চায় তার কারন অনুধাবন করতে মূখ্য মন্ত্রীর প্রতি আবেদন
শিলচর – মূখ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে বরাক উপত্যকাকে বিচ্ছিন্ন করে পৃথক রাজ্য গঠন করতে এই উপত্যকার সকল শ্রেণীর মানুষ চাইলে তাঁর কোন আপত্তি থাকবে না বলে যে মন্তব্য করেছেন এটাকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট নাগরিক ও সাংবাদিক হারাণ দে।
হারাণ বাবু এই মর্মে এক বিবৃতিতে বলেন যে ড শর্মা একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন দক্ষ প্রশাসক হিসেবেও সমগ্র দেশে সমাদৃত। কাজেই বরাকের মানুষ কেন আসামের মত একটি বৃহৎ রাজ্য থেকে পৃথক হয়ে যেতে চায় -তা তাঁর অনুধাবন করা উচিত। বরাকের বেশিরভাগ মানুষ পৃথকীকরণ চায় আবার কিছু সংখ্যক আসামের সঙ্গে একসঙ্গে থাকার পক্ষপাতী।
তাই এই বৃহৎ সংখ্যক মানুষ কেন পৃথকীকরণের পক্ষে তার বিশ্লেষণ করলে দেখা যাবে যে সাম্প্রতিক কালে বরাক উপত্যকায় স্থানীয় প্রার্থীদের বঞ্চিত করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে বাইরে থেকে বেশিরভাগ নিযুক্তি দেওয়া হয়েছে । নিম্ন স্তরের পদে স্থানীয়দের নিয়োগ করার সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও এটি লঙ্ঘন করে বাইরে থেকে নিযুক্তি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
হারাণ বাবু বলেন যে অনেকে আবার ভবিষ্যতে বরাকের ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে বিপদ আসতে পারে বলে বরাক পৃথকীকরণের পক্ষে মত প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মূখ্য মন্ত্রীকে এই পৃথকীকরণের বিষয়টি গভীরভাবে অধ্যয়ন করার আবেদন জানান। তিনি আরও বলেন যে ১৮৭৪ সাল থেকে বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা ভিভিশন থেকে বর্তমানের বরাক উপত্যকা কে নবগঠিত আসামের সঙ্গে এর রাজস্ব ঘাটতি পূরণ করতে সংযুক্ত করার পর থেকে বৃহত্তর আসামের সুখে দুঃখে বরাক বাসী অংশীদার হয়ে আসছে।
KRC TIMES | Promotional