বর্ণিব্রিজ কান্ডের অভিযুক্তদের ফাঁসির দাবীতে মিছিল ক্রেইগপার্ক চা বাগান

< 1 - মিনিট |

হাইলাকান্দি পুলিশ ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত পলাতক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : হাইলাকান্দির বর্ণিব্রিজ ধর্ষণ পরবর্তী মৃত্যু কান্ডের অভিযুক্তদের ফাঁসির দাবীতে আজ মঙ্গলবার মিছিল করলেন ক্রেইগপার্ক চা বাগানের শ্রমিক সহ অন্যান্য কর্মীরা। গত সপ্তাহে হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ চা বাগানের বাসিন্দা ২ কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছিল ৩ দুর্বৃত্ত। এতে এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটে।

ওই ঘটনার পর গোটা বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। হাইলাকান্দি পুলিশ ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত পলাতক। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেন ক্রেইগপার্ক চা বাগানের শ্রমিকরা। বর্ণিব্রিজ কান্ডের অভিযুক্তদের ফাঁসির দাবী জানান মিছিলে অংশগ্রহণকারীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *