হাইলাকান্দি পুলিশ ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত পলাতক
শিলচর : হাইলাকান্দির বর্ণিব্রিজ ধর্ষণ পরবর্তী মৃত্যু কান্ডের অভিযুক্তদের ফাঁসির দাবীতে আজ মঙ্গলবার মিছিল করলেন ক্রেইগপার্ক চা বাগানের শ্রমিক সহ অন্যান্য কর্মীরা। গত সপ্তাহে হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ চা বাগানের বাসিন্দা ২ কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছিল ৩ দুর্বৃত্ত। এতে এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটে।
ওই ঘটনার পর গোটা বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। হাইলাকান্দি পুলিশ ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত পলাতক। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেন ক্রেইগপার্ক চা বাগানের শ্রমিকরা। বর্ণিব্রিজ কান্ডের অভিযুক্তদের ফাঁসির দাবী জানান মিছিলে অংশগ্রহণকারীরা।