বিশেষ করে বর্তমান উপাচার্য ও রেজিস্ট্রারের অদক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠানের চূড়ান্ত অবনতি হয়েছে– প্রদীপ দত্তরায়
শিলচর : সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস এসোসিয়েশন ( আকসা) এর দীর্ঘ আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় রাঙ্কিং এ প্রথম ১০০ এর মধ্যে এবছরও স্থান পায়নি। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।
এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন যে গত কয়েক বছর ধরে রাঙ্কিং এ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়। বিশেষ করে বর্তমান উপাচার্য ও রেজিস্ট্রারের অদক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠানের চূড়ান্ত অবনতি হয়েছে। গৌহাটি,ডিব্রুগড়,তেজপুর বিশ্ববিদ্যালয় রাঙ্কিং এ প্রথম ১০০ এর মধ্যে থাকলেও একমাত্র আসাম বিশ্ববিদ্যালয় রাঙ্কিং এ নেই – এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে !
প্রদীপ বাবু বলেন যে বর্তমান উপাচার্য অধিকাংশ সময়ই এখানে থাকেন না, বাইরে সভা সমিতি করে বেড়ান। এই উপত্যাকার ইতিহাস,কৃষ্টি, সংস্কৃতি সম্বন্ধে তিনি ওয়াকিবহাল নন,জানার আগ্রহও নেই। তিনি এবং এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের প্রতি অনুগত এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে ঠিকঠাক পঠনপাঠন হয়না, পরীক্ষা ও ফল প্রকাশ সময় মতো হয়না ইত্যাদি বিস্তর অভিযোগ রয়েছে।
তিনি বলেন এসবের জন্যই এই বিশ্ববিদ্যালয় রাঙ্কিং এ প্রথম ১০০ এর মধ্যে ঠাই পাচ্ছেনা। শেষ ১৯৯৭ তে রাঙ্কিং ছিল ৯৭। তারপর থেকে আর রাঙ্কিং এ নেই। প্রদীপ বাবু বলেন এরকম চলতে থাকলে আগামীতে কাছাড় কাগজ কলের মতো এতেও তালা ঝুলতে পারে। তিনি বলেন বরাক বাসীর স্বপ্ন এই বিশ্ববিদ্যালয় এভাবে ধুলিসাৎ হওয়া কিছুতেই মেনে নেওয়া হবেনা। তিনি বলেন আগের আন্দোলনের মতো জনগণ আবার জেগে উঠলে দোষীরা পার পাবেন না।
প্রদীপ দত্তরায় এদিন আরো বলেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুভাষ সাহার অনুরোধে এর প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে বই লিখেছেন প্রয়াত অধ্যাপক সুবীর কর যা ফাউন্ডেশন কোর্সে পড়ানো হবে বলে ঘোষিত হয়েছিল। কিন্তু বর্তমান রেজিস্ট্রার ও উপাচার্য কোন রহস্যজনক কারণে এই বই প্রকাশের কোন উদ্যোগ নিতে রাজি নন। তিনি বলেন যারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসকে অবহেলা করেন তাঁদের এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংলগ্নতা থাকবে না,এটাই স্বাভাবিক। এবং সেজন্যই এই বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত অবনতি হচ্ছে।
প্রদীপবাবু এদিন বলেন দীর্ঘ দশবছরের আন্দোলনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয় তাই এই উপত্যাকার স্বাভিমানের প্রতীক। এরকম একটি প্রতিষ্ঠানের রক্ষা এবং উৎকর্ষতা বৃদ্ধির জন্য যদি দরকার হয় আবার গনআন্দোলন সংগঠিত করা হবে। অন্যথা অবিলম্বে সংশোধনী পদক্ষেপ গ্রহণ করার জন্য বর্তমান উপাচার্য ও আধিকারিকদের এদিন আহ্বান জানিয়েছেন তিনি।
আকসার পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সঞ্জয় দেব।