ঘূর্ণিঝড় ‘ফণী’-রতান্ডবেপ্রভাবিতবাংলাদেশে
বাংলাদেশের চারটি জেলায় ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে বাড়ি-ঘর চাপা পড়ে অকালেই প্রাণ হারালেন ৫ জন| বাংলাদেশের নোয়াখালীর সুবর্ণচরে একজনের মৃত্যু হয়েছে, বরগুনায় প্রাণ হারিয়েছেন দু’জন এবং ভোলায় একজন ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে| পৃথক ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ৩৪| প্রশাসন সূত্রের খবর, বরগুনার পাথরঘাটা উপজেলায় নুরজাহান বেগম (৬০) এবং তাঁর নাতনি জাহিদুল ইসলাম (৮)-এর মৃত্যু হয়েছে| ভোলায় প্রাণ হারিয়েছেন রানী বেগম নামে একজন মহিলা | এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘর-বাড়ি ভেঙে আরও দু’জনের মৃত্যু হয়েছে|
ইতিমধ্যেই গভীর নিম্নচাপের রূপ নিয়েছে ‘ফণী’| ‘ফণী’ গভীর নিম্নচাপের রূপ নিয়ে অত্যন্ত দুর্বল হয়েই বাংলাদেশে প্রবেশ করতে চলেছে| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ‘ফণী’-র অবস্থান ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এরপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে পূর্ব-উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে| আগামী ছ’ঘন্টায় আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে ‘ফণী’|