এনআরসি ডিভোটার চাকরির বঞ্চনা এ ধরনের নানা অধিকার থেকে বঞ্চিত রয়েছে অসমের বাঙালিরা
শিলচর : বাংলাভাষী অসমীয়া বলে কোন জাতি হতে পারে না। এই মন্তব্য করলেন বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়। তিনি এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গে যদি কোন অসমীয়া থাকেন তিনি কি অসমীয়াভাসি বাঙালি হবেন ?,বা মহারাষ্ট্রের যদি কোন অসমিয়া থাকেন তিনি কি অসমিয়াভাষী মারাঠি হবেন। তাই একজন বাঙালি অসমে থাকলে তাকে বাংলাভাষী অসমীয়া হতে হবে এটা কেমন যুক্তি এই প্রশ্ন তুলে প্রদীপ দত্ত রায় বলেন, অসমের সব ভাষার জনগোষ্ঠী শান্তিতে বসবাস করছে।
অসমীয়া ভাষা ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বাঙ্গালীদের অবদানের কথা প্রকাশ্যে যেভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বীকার করেছেন তার জন্য তিনি তাকে ধন্যবাদ জানান। তবে এনআরসি ডিভোটার চাকরির বঞ্চনা এ ধরনের নানা অধিকার থেকে বঞ্চিত রয়েছে অসমের বাঙালিরা। এটা মুখ্যমন্ত্রীর দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।